Diabetesmela

কেন ডায়াবেটিস মেলা?

বিশ্বব্যাপী ডায়াবেটিস একটি মহামারী অবস্থা। বাংলাদেশেও প্রায় ১০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ধারনা করা হচ্ছে, প্রতি ১০ জনে ১ জনের ডায়াবেটিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আক্রান্তের শতকরা প্রায় ৮৭ ভাগ মানুষ একে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেয় না। এর সুষ্ঠু নিয়ন্ত্রনের জন্য সাধারন কিছু জীবনাচারন পরিবর্তনের ধার ধারে না, নিয়মিত চিকিৎসা করতেও গড়িমশি করে। সমীক্ষা অনুযায়ী মাত্র ৭.২ ভাগ ডায়াবেটিসে আক্রান্ত মানুষ তাদের রক্তের গ্লুকোজের লক্ষ্যমাত্রা HbA1c ৭% এর মধ্যে রাখতে পারেন। অর্থ্যাৎ ৯৩.৮ ভাগ ডায়াবেটিসের রোগীর কাঙ্খিত নিয়ন্ত্রন নেই। 
এখন প্রশ্ন হলো ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজের মাত্রা কাঙ্খিত নিয়ন্ত্রনে না থাকলে কি হবে? সরাসরি এর উত্তর হলো, এই রোগীরা যেকোনো সময় নানাবিধ ডায়াবেটিসজনিত জটিলতায় আক্রান্ত হতে পারেন। যেমন, স্ট্রোক, হার্ট এ্যাটাক, চোখের সমস্যা এমনকি অন্ধত্ব, কিডনি বিকল হওয়া, পায়ে ঘাঁ হওয়া সহ আরো অনেক অনাকাঙ্খিত স্বাস্থ্য জটিলতা। জেনে রাখা ভালো যে, এই ধরনের জটিলতা তৈরী না হওয়া পর্যন্ত মানুষ একে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেন না। অর্থ্যাৎ প্রয়োজনীয় শিক্ষা ও সচেতনতার অভাব। অন্যদিকে এর প্রতিরোধ ও চিকিৎসা শুধুমাত্র চিকিৎসক নির্ভর কর্মকান্ড নয়। 

সমীক্ষা অনুযায়ী মাত্র ৭.২ ভাগ ডায়াবেটিসে আক্রান্ত মানুষ তাদের রক্তের গ্লুকোজের লক্ষ্যমাত্রা HbA1c ৭% এর মধ্যে রাখতে পারেন। অর্থ্যাৎ ৯৩.৮ ভাগ ডায়াবেটিসের রোগীর কাঙ্খিত নিয়ন্ত্রন নেই। 

কাজেই আপামর জনসাধারনকে এ রোগ সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেয়া, কার্যকরভাবে সচেতন করে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা কর্মকান্ডে যুক্ত করার জন্য ‘ডায়াবেটিস মেলা’ একটি ভিন্নধর্মী উদ্যোগ। 
 
এখানে একজন ডায়াবেটিস রোগী তার স্বাস্থ্য শিক্ষা, সচেতনতা তৈরী ও সকল পর্যায়ের সকল চিকিৎসার সাথে জড়িত সবাইকে একই ছাদের নিচে পাবে।

সাহায্য দরকার? ফোন করুন

নীচে আমাদের প্রতিনিধিদের নামের উপর ক্লিক করুন

হেল্পলাইন
হেল্পলাইন

কংগ্রেসিয়া

I am online

I am offline

আরাফাত রহমান
আরাফাত রহমান

মার্কেটিং এক্সিকিউটিভ

I am online

I am offline

Scroll to Top