
ডায়াবেটিস মেলা ২০১৯
উদ্বোধকের কথা
ডায়াবেটিস মেলার ধারণাটা একেবারেই নতুন। শুরুতে আমার নিজের কাছেও ব্যাপারটা স্পষ্ট ছিলনা। বিস্তারিত জেনে আমি অভিভূত। ডায়াবেটিস রোগীদের জীবনকে সুন্দর ও সহজ করার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। এই আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে আমি প্রীত।
সহজবোধ্য এবং ব্যতিক্রমধর্মী উপায়ে ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানুষের মনে গেঁথে দেয়ার যে উদ্দেশ্য আয়োজকদের তা সত্যিই অভিনব এবং চমকপ্রদ। ডায়াবেটিস চিকিৎসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাই, আপনারা সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষকে এমন কিছু সেবা এবং আর্থিক সুবিধা দিন যা তাদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দের আস্বাদ দেবে।
ডায়াবেটিস রোগীরা সমাজের এক ধরনের শক্তি। কেবলমাত্র তাদের সুশৃঙ্খল জীবনযাপনকেই যদি আমরা সকলেই আদর্শ হিসেবে গ্রহন করতে পারি তাহলে একদিন আমরা পৃথিবীর বুকে গর্ব করার মতো একটি জাতিতে পরিণত হতে পারবো।
কয়েকজন উদীয়মান চিকিৎসকের পরিকল্পনা এবং স্বপ্নের প্রতিফলন “ডায়াবেটিস মেলা”। যেকোন উদ্যোগই প্রথমে স্বল্প পরিসরে আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে ধীরে ধীরে বিশালতা এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। শুরুতে হয়তো আয়োজকদের সব স্বপ্নের বাস্তবায়ন হবেনা, কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রত্যাশার প্রতিফলন একদিন এই মেলাকে করে তুলবে অনবদ্য।
একটি সুন্দর এবং ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে আমি ডায়াবেটিস মেলার সাফল্য কামনা করছি।

আসাদুজ্জামান নূর
আহ্বায়ক, উপদেষ্টা পরিষদ